লেখা মনের খাদ্য বটে, কিন্তু খারাপ লেখাকে অখাদ্য বলা যায় কি না তা ঠিক জানিনা ৷ যদি বলা যেত, তাহলে হয়ত সমালোচকগণ আমার এযাবত্ প্রকাশিত লেখাগুলিকে অনায়াসে সেই আখ্যা দিতেন ৷ রবীন্দ্রনাথের কাদম্বিনী যেমন মরিয়া প্রমাণ করেছিল যে সে মরে নাই, আমিও হয়তো সেইরকম লিখে প্রমাণ করছি যে আমি লিখতে পারি না৷ তা যাকগে৷ সম্পাদকের প্রমাদবশতঃই হোক, আর আমার কপালজোরেই হোক, লেখা যে কয়টা এদিকে সেদিকে বেরিয়েছে, সেগুলিকে ইন্টারনেটের ভুবনজোড়া জালে ফেলে আরো বেশী লোককে যন্ত্রণা দেবার আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা৷
No comments:
Post a Comment